সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img
spot_img

নেইমারের পর এমবাপ্পেকেও হারাল পিএসজি

কদিন আগেই চোটের কারণে ব্রাজিল ফরোয়ার্ড নেইমারকে হারিয়েছিল প্যারিসের ক্লাব পিএসজি। এবার আরো বড় ধাক্কা খেল ফরাসি চ্যাম্পিয়নরা। চোটের কারণে নেইমারের পর এবার গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে হারিয়েছে পিএসজি।

চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে না পিএসজি। পায়ের মাংশপেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন বিশ্বকাপজয়ী এ তারকা। ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম খবরটি জানিয়েছে।

পিএসজির ওয়েবসাইটের বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, নান্টেসের বিপক্ষে ডান পায়ের পেশিতে অস্বস্তিবোধ করেন এমবাপ্পে। ব্যথা বাড়লে মাঠ ছাড়েন তিনি। এরপর থেকে পর্যবেক্ষণে ছিলেন। পায়ের ব্যথার কারণে জার্মানিতে (লাইপজিগের বিপক্ষে ম্যাচ) ভ্রমণ করতে পারছেন না তিনি।

আগামীকাল বুধবার চ্যাম্পিয়্নস লিগে ‘এইচ’ গ্রুপের ম্যাচে লাইপজিগের মাঠে খেলবে পিএসজি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

এর আগে চোটের কারণে ছিটকে গেছেন নেইমার, মাউরো ইকার্দি, ইউলিয়ান ড্রাক্সলার ও মার্কো ভেরাত্তি। চ্যাম্পিয়নস লিগে ইস্তাম্বুল বাসাকসেহিরের বিপক্ষে চোট পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়েন নেইমার। পায়ের অ্যাডাক্টর মাংসপেশির চোটের কারণে পরবর্তী তিন ম্যাচে ব্রাজিল তারকাকে পাচ্ছে না পিএসজি।

আন্তর্জাতিক বিরতির আগে এই সপ্তাহে তিনটি ম্যাচ খেলবে পিএসজি। তাই তিন ম্যাচই মিস করতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

সূত্র : এনটিভি

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত