সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img
spot_img

পাটুরিয়া ঘাটে ভোগান্তি ছাড়াই কর্মমুখী মানুষ ঢাকা ফিরছে

পোশাক কারখানা খোলায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মানুষ পদ্মা পার হয়ে রাজধানী ঢাকা ফিরছে। রবিবার পাটুরিয়ায় যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে। তবে গতকালের থেকে চাপ কিছুটা কম রয়েছে। এদিকে নৌ পথে লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে চাপ কমেছে। এছাড়া সড়কে গাড়ি চলাচল করায় ভোগান্তি ছাড়াই রাজধানী ঢাকা ফিরছে পোশাক কারখানার শ্রমিকরা। তবে নির্ধারিত ভাড়ার কয়েক গুন বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যলয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে। গতকালের তুলনায় আজ ঘাটে যাত্রীদের চাপ কিছুটা কম। এছাড়া লঞ্চ চলাচল করায় ফেরিতে যাত্রীদের চাপ কম পরেছে।

এদিকে আরিচা- কাজীরহাট নৌরুটেও যাত্রীদের চাপ অব্যাহত ছিল। এ নৌরুটে তিনটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। কয়েকজন যাত্রী বলেন,পাটুরিয়া ঘাট থেকে গাবতলী যেতে গাড়িতে দ্বিগুন ভাড়া নিচ্ছে । উপায় না পেয়ে বাধ্য হয়েই যাচ্ছি। এখন কিছুই করার নেই আমাদের যেতেই হবে।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত