সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img
spot_img

করোনার প্রভাব: জেএসসি পরীক্ষা বাতিল, বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) ও  জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেএসডি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই পরীক্ষায় এ বছর পনের লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়ার কথা।

এর আগে গত ২৫শে আগস্ট পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষা এ বছর অনুষ্ঠিত হবেনা বলে জানিয়েছিলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে কওমি মাদ্রাসা ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩রা অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগের ঘোষণা অনুযায়ী আগামী ৩১শে অগাস্ট এ ছুটি শেষ হওয়ার কথা ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে রাজি নয় সরকার।

মার্চ মাসের আট তারিখে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হবার পর ১৬ই মার্চ সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়। বিভিন্ন দফায় তা বাড়িয়ে ৩রা অক্টোবর করা হলো। এদিকে, চলতি বছরের পয়লা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও তখন স্থগিত করা হয়।

সূত্র: বিবিসি বাংলা

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত