সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img
spot_img

করোনা সংক্রমণে পাকিস্তানকে ছাড়ালো বাংলাদেশ, ২৪ ঘন্টায় আরো ৪৬ জনের মৃত্যু

করোনা সংক্রমণে পাকিস্তানকে ছাড়িয়ে বিশ্বের ১৫তম দেশে উঠে এলো বাংলাদেশ। করোনা তথ্যের বৈশ্বিক ওয়েবসাইট ওয়ার্ল্ডডো মিটার বলছে, শনিবার পরযন্ত বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন। অন্যদিকে পাকিস্তানে এই সংখ্যা ২ লাখ ৯২ হাজার ১৭৪ জন।

তবে পাকিস্তানে মৃতের সংখ্যা বাংলাদেশের প্রায় দ্বিগুণ। শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ৬ হাজার ২৩১ জন। অন্যদিকে বাংলাদেশে মৃতের সংখ্যা ৩ হাজার ৯০৭ জন। শনিবার করোনায় আরো ৪৬ জনের  মৃত্যু হয়েছে। পাকিস্তানে এ দিন মৃতের সংখ্যা ছিল ১২।

করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যার দিক থেকে এখনো শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। শনিবার পরযন্ত দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ৮০ হাজার। আর আক্রান্ত প্রায় ৫৮ লাখ। ৩৫ লাখ আক্রান্ত ও ১ লাখ ১৩ হাজার মৃতের সংখ্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল।

সূত্র: ওয়ার্ল্ডডো মিটার

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত