রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img
spot_img

ভিয়েতনামে আটকে পড়া ১১২ বাংলাদেশি দেশে ফিরলো

কাজের সন্ধানে গিয়ে আটকে পড়া ১০৭ বাংলাদেশি শ্রমিক এবং কোভিড-১৯ মহামারির জন্য আটকে পড়া ৫ জন বাংলাদেশিকে ঢাকায় ফেরত পাঠিয়েছে ভিয়েতনাম সরকার। দালালের খপ্পড়ে পড়ে কাজের খোঁজে গিয়ে ভিয়েতনামে আটকা পড়েন তারা।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানটি মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি নাগরিকদের নিয়ে অবতরণ করে। তাদের সবাইকে উত্তরার ডিয়াবাড়িতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।

পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযােগিতায় ভিয়েতনামের রাজধানীতে হ্যানয়ে বাংলাদেশ দূতবাস, এই বিশেষ বিমানটির মাধ্যমে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যবস্থা করে।

নয়টি এজেন্সির  বিরুদ্ধে ফেরত আসা বাংলাদেশিরা অভিযোগ করেছেন। এসব এজেন্সির আড়ালেই দালালদের খপ্পড়ে পড়েন তারা। যদিও ভিয়েতনামে যাওয়ার ক্ষেত্রে জনশক্তি রপ্তানি সংক্রান্ত সবগুলো দপ্তরের ছাড়পত্র  তাদের দেয়া হয়েছিল।

সূত্র : যমুনা টিভি

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত