সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img
spot_img

২ কোটি ৮৮ লাখ টাকায় বিক্রি হলো গান্ধীর চাশমা

উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের জনক ও অহিংস আন্দোলনের প্রবক্তা মাহাত্মা গান্ধীর ব্যবহার করা এক জোড়া চশমা বিক্রি হয়েছে ৩ লাখ ৪০ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার দাম ২ কোটি ৮৮ লাখ টার বেশি।

ব্রিটেনের একটি নিলাম হাউজে চশমা জোড়ার সর্বোচ্চ দাম এটিই উঠেছিল। শুক্রবার দিনের শেষ দিকে এই চশমা বিক্রি হয়। গোল্ড প্লেটের এই চাশমার মালিক, তার চাচার কাছ থেকে এটি পেয়েছিলেন।

১৯২০ থেকে ৩০ সালে যখন মাহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় বিটিশ পেট্রোলিয়ামে কাজ করতেন তখন এই চাশমা জোড়া নিলামে তোলা মালিকের চাচাকে দিয়েছিলেন।

নিলাম পরিচালনকারী কর্মকর্তা এন্ড্রু স্টো জানান, চার সপ্তাহ আগে চাশমা বিক্রির জন্য নিলাম বক্সে চিঠি পাঠানো হয়েছিল। প্রাথমিক ভাবে চাশমার মালিক এর দাম হাঁকিয়েছিলেন ১৫ হাজার পাউন্ড।

যদিও এটি ২ লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হলো। এই দাম আসলেই মাথা ঘুরিয়ে দেয়ার মত।

সূত্র: এএফপি, এমএসএন, স্কাই নিউজ

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত