রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img
spot_img

আলজাজিরার কথা বলা প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়ায় আটক

মালয়েশিয়ায় কাগজপত্র না থাকা প্রবাসী কর্মীদের দুর্দশা নিয়ে সংবাদমাধ্যম আলজাজিরায় প্রচারিত এক প্রামাণ্যচিত্রে অংশ নেওয়া এক বাংলাদেশি নাগরিককে গতকাল শুক্রবার আটক করা হয়েছে।

মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ডিজি খায়রুল ডিজাইমি দাউদের বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী রায়হান কবিরকে সিটি সেন্টারের এক বাসা থেকে তুলে নিয়ে যায়।

কাতারভিত্তিক টিভি চ্যানেল আলজাজিরা গত ৩ জুলাই “লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রচার করে। এতে রায়হান কবিরসহ বেশ কয়েকজন প্রবাসী কর্মীর সাক্ষাৎকার নেওয়া হয়। তারা মালয়েশীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্মীদের প্রতি খারাপ আচরণ করার অভিযোগ করেন।

এ প্রামাণ্যচিত্র দেশটিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং কর্তৃপক্ষ দাবি করে যে এটি তাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

কর্তৃপক্ষ কয়েক দিন ধরে ২৫ বছর বয়সী বাংলাদেশি তরুণ রায়হানকে খুঁজছিল। তার বিষয়ে তথ্য দিতে মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট গণবিজ্ঞপ্তি জারি করেছিল।

প্রামাণ্যচিত্রের বিষয়ে একটি পুলিশি তদন্তও শুরু হয়েছে।

সূত্র : এনটিভি

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত