সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img
spot_img

আমিরাতের মঙ্গল স্যাটেলাইট, নেতৃত্বে নারী

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত মঙ্গল গ্রহে স্যাটেলাইট পাঠানোর অভিযান শুরু করতে যাচ্ছে। আর এই অভিযানের নেতৃত্বে থাকছেন একজন নারী।

আরব বিশ্বের জন্য এটি অনন্য এক ঘটনা। মহাকাশ বিজ্ঞানী সারাহ আল-আমিরি এই অভিযানের নেতৃত্ব দিবেন।

বিসিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, গত ছয় বছর ধরে এই অভিযানের জন্য কাজ করছি।এখনো আমার কিছুটা ভয় ভয় লাগছে।

মহাবিশ্বের বিশালতা ও এর জ্ঞান ভান্ডার আমাকে মহাকাশ গবেষণায় উৎসাহী করেছে। স্যাটেলাইটটি উড্ডয়নের জন্য আমরা নানা ধরনের পরীক্ষা বার বার করছি।

মহাকাশযানটি জাপানের একটি রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে।মঙ্গলে পৌঁছাতে এর সময় লাগবে আনুমানিক সাত মাস। এই অভিযানে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরাও সহায়তা দিচ্ছেন।

আমিরি বলেন, এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে মঙ্গল ও এর আশপাশের আবহাওয়াকে বুঝার চেষ্টা। এটি মঙ্গলের গঠন ও এর পরিবেশ বুঝতে সহায়তা করবে।

স্যাটেলাইটি থেকে পাঠানো তথ্য বিশ্লেষণে হয়তো অনেক রহস্যেরও অবসান হতে পারে।এক সময় পৃথিবীর মতই নদী আর সাগরে আবৃত গ্রহটি কেন শুকিয়ে লাল হয়ে গেল তা হয়তো জানা যাবে।

তবে সারাহ বলছেন,এই রহস্যের কারণ বিজ্ঞানের চেয়েও বেশি কিছু হতে পারে।আমাদের এই অভিযান সফল হলে সংযুক্ত আরব আমিরাত মহাকাশ বিশ্বের নতুন সদস্য।এটা হবে আমাদের জন্য অত্যন্ত গর্বের।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত