সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img
spot_img

ডাকসু নির্বাচনে অনিয়মের দায়ে ঢাবি শিক্ষকের পদাবনতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২০১৯ সালের নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িত থাকার দায়ে বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের তৎকালীন ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ ড. শবনম জাহানের পদাবনতি হয়েছে। শাস্তি হিসেবে তাঁকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনতি করা হয়েছে।

তদন্ত সংস্থার প্রতিবেদন জমা দেওয়ার পর গতকাল সোমবার সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বার্তা সংস্থা ইউএনবি আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাবির সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘গত বছরের ডাকসু নির্বাচনের সময় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণে অনিয়মের সঙ্গে ওই শিক্ষকের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ২৯ বছরের মধ্যে ২০১৯ সালের ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ভোটে অনিয়মে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শবনম জাহানকে তাৎক্ষণিকভাবে হলের প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিল।

সূত্র : এনটিভি

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত