বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img
spot_img

প্রধানমন্ত্রীর নির্দেশে পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার

পেঁয়াজের মূল্য স্থিতিশীল করতে আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৫% শুল্ক প্রত্যাহার করেছে সরকার। আগামী বছরের মার্চ পরযন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

অর্থমন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে, এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পেঁয়াজ চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, পেঁয়াজ চাষে উৎসাহ প্রদান এবং আমদানির উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে পেঁয়াজ আমদানিতে চলতি (২০২০-২১) অর্থবছরে ৫% শুল্ক আরোপ করা হয়েছিল

সম্প্রতি ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বাংলাদেশের বাজারে এর মূল্য উর্দ্ধমুখী। দুই সপ্তাহে আগে বিক্রি হওয়া ৪০ টাকা কেজি পেঁয়াজ বর্তমানে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় পেঁয়াজের অনুৎপাদনকালীন সময় হিসেবে পরিচিত মার্চ ২০২১ পর্যন্ত সময়ে ৫% আমদানি শুল্ক প্রত্যাহারের করা হয়েছে।

উল্লেখ্য গত বুধবার (১৬ সেপ্টেম্ববর) পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছিলেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত