সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img
spot_img

কমলো স্বর্ণের দাম, ভরিতে প্রায় ১ হাজার ৫০০ টাকা

সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারো কমলো স্বর্ণের দাম। ভরিতে প্রায় দেড় হাজার টাকা দাম কমানোর  সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার দুপুর ২টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস (বাংলাদেশ জুয়েলার্স সমিতি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ৭২ হাজার ২৫৪ টাকা। গত ১৩ আগস্ট এই দাম ধরা হয়েছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। কমানো হয়েছে ১ হাজার ৪৫৮ টাকা।

সবচেয়ে বেশি চাহিদা থাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা হ্রাস করে ৬৯ হাজার ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একই দাম হ্রাস করে ১৮ ক্যারটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা।

এদিকে প্রতি ভরি সনাতন স্বর্ণের দাম ১ হাজার ৪৬২ টাকা কমিয়ে ধরা হয়েছে ৫০ হাজার ৩৪ টাকা। তবে অপরিবর্তিত আছে রূপার দাম, ভরিতে ৯৩৩ টাকা।

স্বর্ণের দাম কমানো প্রসঙ্গে বাজুস বলেছে, বৈশ্বিক মন্দা, ডলার ও তেলের দামের পতন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের উত্থানপতনে দেশের বাজরে স্বর্ণের বাজারে মন্দা ও ক্রেতাদের ক্রয় ক্ষমতা বিবেচনায় প্রতিকূল পরিবেশেও দাম হ্রাস করা হয়েছে।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত