সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img
spot_img

তরুণের গলায় আটকে গেল জ্যান্ত কই

না, বিদেশের কোন ঘটনা নয়। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিস্ময়কর ঘটনাটি ঘটে। সন্ধ্যায় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে মাছটি বের করেন চিকিৎসকেরা। বর্তমানে ওই তরুণ শঙ্কামুক্ত হলেও আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

শফিকুল ইসলাম নামের ২০ বছরের ওই তরুণ মঙ্গলবার দুপুরে বাড়ির পাশেই বিলে নেমেছিলেন মাছ ধরতে। হাত দিয়ে একটি কই মাছ ধরার পর, পায়ের নীচে আরেকটি কই আটকে যায়। কীভাবে পায়ের নীচের মাছ হাত দিয়ে ধরবেন? প্রথম মাছটিকে মুখে কামড়ে ধরে যেই পায়ের নীচের মাছটি ধরতে যান, অমনি ঘটে বিপত্তি।

মুখে কামড় দিয়ে ধরে রাখা মাছটি গলায় চলে যায়। স্থানীয় লোকজন শফিকুলকে উদ্ধার করে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে সন্ধ্যার পর নাক-কান-গলা বিভাগের প্রধান কামিনী কুমার ত্রিপুরার তত্ত্বাবধানে একদল চিকিৎসক গলায় অস্ত্রোপচার করে কই মাছটি বের করেন।

সূত্র: প্রথম আলো

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত