রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
spot_img

লকডাউনে মাছের ড্রামে বাড়ি ফেরা…অতপর

কঠোর লকডাউনে মাছবাহী ট্রাকে ড্রামে চেপে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন ১০ জন যাত্রী। ঢাকা থেকে বের হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট ফাঁকি দিয়ে জয়দেবপুর চৌরাস্তা পার হলেও রাজেন্দ্রপুর এলাকায় এসে তারা ধরা পড়েন।

শুক্রবার বেলা দেড়টার দিকে তাদের আটক করে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ ট্রাকে থাকা মাছের খালি ড্রাম থেকে ওই যাত্রীদের বের করে এনে ছেড়ে দিলেও ট্রাকচালকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। এমন সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছের ট্রাক সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। তখন ওই ট্রাকে থাকা মাছের ড্রামের ভেতর থেকে প্রায় ১০ জন যাত্রীকে বের করে আনা হয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আছে চেকপোস্ট। এ ছাড়া কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতও কারযক্রম পরিচালনা করছে।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত