বুধবার, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
spot_img

বানানীতে চিরনিদ্রায় শায়িত হলেন সাহারা খাতুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন বানানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। বেলা পৌনে ১২টার দিকে বনানী কবরস্থানে দ্বিতীয় দফা জানাযা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

এর আগে  শুক্রবার রাত ২টার দিকে থাইল্যান্ড থেকে সাহারা খাতুনের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ আনা হয়।

তার মরদেহ গ্রহণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

দাফনের আগে তাকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া দলীয় নেতাকর্মী ও সরকারের মন্ত্রিরাও সাহার খাতুনের দাফনে অংশ নেন।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত